সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর খোঁজ অবধি পাওয়া যাচ্ছে না, দেশের সর্বোচ্চ আদালতে তাঁকে নিয়ে হিবিয়াস করপাস মামলা অবধি হয়েছে। বড় পর্দায় তো সোনাম ওয়াংচুক আমাদের সবার পছন্দের মানুষ তাহলে সত্যিকারের জীবনে যখন তিনি লড়ছেন, তাঁর পাশে, তাঁর মুক্তির দাবীতে আমরা সরব হবো না কেন ?
by অয়ন মুখোপাধ্যায় | 04 October, 2025 | 700 | Tags : Ladakh Sonam Wangchuk